ঐতিহ্যবাহী গাছা বেলতলার কীর্তন অনুষ্ঠানের ৪০ তম বৎস পদার্পণ করল এই অনুষ্ঠানের আকর্ষণ 30- ৩৫ কুইন্টাল বাতাসা লুট এবং ২০ হাজার মানুষের মধ্যে মহাপ্রসাদ বিতরণ কীর্তন উপলক্ষে এই অনুষ্ঠানের দর্শক সমাগম এবং মেলা অনুষ্ঠিত হয় । কীর্তনের মূল বৈশিষ্ট্য এখানে প্রত্যেকেই মানব থেকে যার জন্য প্রত্যেকে বাতাসা ছিটায় আর সেই বাতাসা এখানে সংগ্রহ হয় ৩০ থেকে ৩৫ কুইন্টাল