'দুজনেই আলাদা ব্যক্তিত্ব। তাই রামের সঙ্গে নেতাজিকে তুলনা করা উচিত নয়'। সাফ জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক প্রসঙ্গেও মুখ খোলেন সুকান্ত। বললেন, ‘কেষ্টবিহীন বীরভূমে এখন দুই শেখের মধ্যে লড়াই চলছে। কোন শেখ জেতেন দেখা যাক’
~ED.1~PR.4~