গাড়ির কাগজ দিতে দেরি হওয়ায় হেলপারকে লাথি মারলো হাইওয়ে পুলিশ! | Savar Highway Police | anynews24.com
#banglanews
সাভারে গাড়ির কাগজ দিতে দেরি হওয়ায় একটি পরিবহনের হেলপারকে পিটিয়ে গুরুতর আহত করে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১ টা ৪৫ মিনিটে হাইওয়ে থানা এলাকার ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, রাতে হাইওয়ে থানার টহলরত একটি দল সড়কে পাকিং করা মৌমিতা পরিবহনের কাছে গিয়ে কাগজপত্র দেখতে চান। এসময় চালক গাড়িতে না থাকায় কিছু সময় চান হেল্পার হানিফ। এতে করে হাইওয়ে পুলিশের এক সদস্য তাকে মারপিট করে। এক পর্যায়ে হানিফের অন্ডকোষে লাথি দিলে মারাত্নক আহত হন। এসময় উপস্থিত জনতা ক্ষোভ প্রকাশ করেন।