গরুর মাংস রান্না করে ভয়ঙ্কর ট্রোলিংয়ের মুখে সুদীপা চট্টোপাধ্যায়!

Prothom Khobor 2024-06-27

Views 336

সুদীপা চট্টোপাধ্যায়কে অনেকদিন ধরে টেলিভিশনে দেখা যাচ্ছে না। একসময় জি বাংলার 'রান্নাঘর' অনুষ্ঠানে তাঁকে নিয়মিত দেখা যেত। কিন্তু এখন তিনি সেই অনুষ্ঠান ছেড়ে নিজের একটি ইউটিউব চ্যানেল শুরু করেছেন।

শো টির নাম 'সুদীপার সংসার'। সম্প্রতি, এই অভিনেত্রী হঠাৎ করেই গুরুতর ট্রোলিংয়ের শিকার হয়েছেন। বকরি ইদের আগে, তিনি বাংলাদেশ সফর করে ঘোষণা করেন যে তিনি এপার ও ওপার বাংলার নানা সুস্বাদু রেসিপি প্রদর্শন করবেন।

এরপর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে একটি রান্নার অনুষ্ঠানে গরু মাংসের কোফতার রেসিপি দেখানো হচ্ছে এবং অভিনেত্রীকে সেখানে দেখা যায়। এতে ভারতীয় নেটিজেনরা ভীষণ আপত্তি জানিয়েছেন। তারা প্রশ্ন তুলেছেন, কীভাবে তিনি ধর্মীয় ভাবাবেগে আঘাত করলেন? এই প্রশ্নের মুখে অভিনেত্রীকে পড়তে হয়েছে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS