hallenge # 8 # অলৌকিক ক্ষমতার দাবিদারকে 50 লাখ টাকার চ্যালেঞ্জ # সন্তোষ শর্মা
অচল টেপ রেকর্ডারকে, রেডিওকে রেইকি ক্ষমতার দ্বারা বা অলৌকিক উপায়ে সচল করতে হবে। যেমনটা দাবি করে থাকেন কিছু রেইকি গ্র্যাণ্ডমাস্টার।
আমি ঘোষণা রাখছি - বিশ্বের যে কোনও ব্যক্তি কোনও কৌশলের সাহায্য ছাড়া শুধুমাত্র অলৌকিক ক্ষমতার দ্বারা আমার নির্দেশিত স্থানে ও পরিবেশে এই ঘটনা ঘটিয়ে দেখাতে পারেন, তবে তাকে 50 লক্ষ ভারতীয় টাকা দিতে বাধ্য থাকব। আমার এই চ্যালেঞ্জ আমার মৃত্যু পর্যন্ত অথবা প্রথম অলৌকিক ক্ষমতাবানকে খুঁজে না পাওয়া পর্যন্ত বলবত থাকবে।
সন্তোষ শর্মা
সহ-সভাপতি
ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি
Vice-President
Bharatiya Bigyan O Yuktibadi Samiti
Science and Rationalists’ Association of India
#science #rationalist #viralvideochallenge #challenge #Astrology #reiki #miracle #supernatural #reikimasterteacher