পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম কংসাবতী নদীর ওপর বাঁশের মাচা অতিরিক্ত বৃষ্টির ফলে ভেঙে পড়েছে, যা দুই জেলার মধ্যে যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। এছাড়া, দাসপুরের গোমকপোতা গ্রামে মূল রাস্তার ধসের কারণে স্থানীয় মানুষ, বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রীরা চরম অসুবিধার মুখে পড়েছেন। গ্রামবাসীরা প্রশাসনের থেকে অবিলম্বে কার্যকরী পদক্ষেপের দাবি করছেন।
#মেদিনীপুর #কংসাবতীনদী #মাচাভাঙা #রাস্তারধস #যাতায়াতব্যবস্থা #গ্রামজীবন #প্রাকৃতিকদুর্যোগ #স্কুলগামীছাত্রছাত্রী #প্রশাসনিকহস্তক্ষেপ