দাসপুরের গৌরার রামপুর আচার্জি পাড়ার বাঁধ ভেঙে বিপদের মুখে পড়েছে পলাশপাই, সীতাপুর, কাশীনাথপুরসহ বেশ কয়েকটি গ্রাম। বাঁধ ভাঙার ফলে এই সমস্ত এলাকায় প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে।
#দাসপুর #বাঁধভাঙা #প্লাবন #গ্রামবাসী #WestBengalFlood #পলাশপাই #প্রাকৃতিকদুর্যোগ #FloodAlert