মনস্কামনা পূর্ণ হয়েছে তাই তো এই ঝড় জল বৃষ্টির মধ্যে দণ্ডী কেটে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করলেন এই যুবক। কঠিন কঠোর সেই ব্রত। পায়ে হেঁটে নয়, দণ্ডী কেটেই বাদুড়িয়া থেকে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন উত্তর ২৪ পরগনার এক তরুণ।