কাহালু বগুড়া Kahaloo Bogura

Views 15

বগুড়া চারমাথা থেকে সান্তাহার বা নওগাঁ রাস্তায় একটা জায়গার নাম দরগাহাটা। বগুড়া চারমাথা থেকে দূরত্ব প্রায় ১০ কিলোমিটারের মতো। এখান থেকে বাম দিকে তিন কিলোমিটার গেলে কাহালু বাজার বা কাহালু উপজেলা সদরে যাওয়া যাবে।

এই ভিডিওতে দরগাহাটা থেকে কাহালু পর্যন্ত দূরত্ব ভিডিওতে ধারণ করা হলো। দরগাহাটা থেকে কাহালু বাজার পর্যন্ত আসতে ভ্যানে বা অটোতে ১০ টাকা ভাড়া। কাহালু উপজেলাটি বগুড়া শহর থেকে বেশ কাছে। মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত এবং বগুড়া থেকে কাহালু আসার রাস্তা দুইটা একটা এই রাস্তা আরেকটা রাস্তা হচ্ছে বগুড়া তিনমাথা রেলগেট হয়ে রেল লাইনের পাশ দিয়ে সিএনজিযোগে সোজা একটি রাস্তা কাহালুতে এসেছে।

কাহালু উপজেলা একটি কৃষিভিত্তিক উপজেলা এবং একটি ব্যবসায়িক জনপদ। এখানে ধানসহ বিভিন্ন কৃষি পণ্য উৎপাদিত হয় এবং এই উপজেলায় মাছের চাষ হয়ে থাকে।

#কাহালু #kahaloo #bogura #বগুড়া #কাহালু_উপজেলা #kahaloo_upazila

#soyeb_ahmed_khan_sourav

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS