বারুইপুরের উত্তরভাগ কলোনি হাই স্কুলে রাতে তালা ভেঙে চুরি হয়। দুষ্কৃতীরা রান্নাঘরসহ তিনটি তালা ভেঙে ৪টি গ্যাস সিলিন্ডার ও ৪টি সাইকেল উধাও করে। চুরির জন্য মিড-ডে মিলও প্রস্তুত করা যায়নি।