শান্তিনিকেতন রোডে গৃহবধূকে থামিয়ে নিজেদের পুলিশ পরিচয় দেয় প্রতারক দল। গয়না পরীক্ষা করার নামে হাতে থাকা সোনার চুড়ি ও লকেট নিয়ে চম্পট দেয় তারা। অভিযোগ প্যাকেটে ফেরত দেওয়া হয় নকল গয়না।