কথায় আছে, ঘুমের মধ্য বজ্রাঘাত হওয়ার চেয়ে ভালো জেগে বজ্রপাত দেখা। তাতে প্রাণ বাঁচে। মুদ্রাস্ফীতি এমনই এক বজ্রাঘাত যাতে কোনও আওয়াজ হয় না। তাই সময় থাকতে সাবধান হোন এবং যথাযথ ভাবে বিনিয়োগ করুন। শুধু জমানো যথেষ্ট নয়।