আমাদের চ্যালেঞ্জ এবং থিম

Bangla Leaks 2013-01-03

Views 1

“অবিশ্বাসকৃতদের জন্য ১ লক্ষ ইউএস ডলার পুরস্কার ঘোষণাঃ বাংলা লিকস্‌”
অনেকেই অনেক রকম সফটওয়্যার এর কথা বলছেন, দাবী করছেন এগুলো ফেইক, বানানো অথবা সফটওয়্যার এর কারু-কাজ ইত্যাদি।
আমরা অনুরোধ করেছিলাম সবাইকে, যারা শুনবেন সবাই যেন ক্রমানুসারে সবগুলো প্রকাশনা শুনেন, কিন্তু কিছু পাছে লোক ১টি/২টি শুনেই মন্তব্যে বসে যান।
অনুরোধ করব, যেকোন ফেমাস একজনের সাথে অন্য যে কারো কথোপকথনের একটি উদাহরণ প্রকাশ করুন, আমাদের মেইল করুন।
অনেক অন্ধ-সমর্থক এখনও তাদের অবস্থানে স্থির রয়েছেন, অবিশ্বাস করছেন আর বড় বড় কথা বলছেন- এগুলো নাকি কম্পিউটারে যারা বিশেষজ্ঞ তারাই শুধুমাত্র পারেন। অনেকে বলছেন ফটোশপ, এখানে ফটোশপের কি আছে তাই তো বুঝলাম না। অনেকে আবার মেইল করেছেন, সফটওয়ারটি কিনতে চাই, সাহায্য করুন ইত্যাদি।
চ্যালেঞ্জ করছি, শুধুমাত্র যদি কম্পিউটার বিশেষজ্ঞের কাজ হয়ে থাকে তাহলে বিশাল এই পৃথিবীতে কি আমরাই শুধু এ বিষয়ে জানি? অন্য কেউ কেন জানে না?
আমাদের অনুরোধটি রক্ষা করুন, পুরস্কার হিসেবে পাবেন ১০০,০০০ ইউএস ডলার (US$100,000)।
email: [email protected]
আমাদের ফেইসবুক- https://www.facebook.com/Bangla.Leaks.page

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS