নৌযান শ্রমিকদের নিরাপত্তার দাবিতে ধর্মঘট নারায়নগঞ্জে

TheGlobal.TV 2014-11-09

Views 1

রফিকুল ইসলাম রফিকঃনৌযান শ্রমিকদের নিরাপত্তার দাবিতে লাইটারেজ জাহাজ শ্রমিকদের শুরু করা ধর্মঘটকে সমর্থন জানিয়ে ধর্মঘট শুরু করেছে বালু বাহী, তেলবাহী কার্গো ট্রলার শ্রমিকদের সংগঠন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারি ইউনিয়ন। রোববার সকাল থেকে তারা এ ধর্মঘট শুরু করে। রোববার সকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে গিয়ে দেখা যায় লাইটারেজ জাহাজের পাশাপাশি বালুবাহী কার্গো ট্রলারও নদীতে অলস বসে আছে। ফলে নারায়ণগঞ্জ ও আশেপাশের বালু মহাল থেকে বালু বহন বন্ধ রয়েছে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS