নারীর প্রতি সহিংসতা কমছেই না। কোথাও কোথাও নারীকে ধর্ষণের পর হত্যা করা হচ্ছে। কুমিল্লায় ধর্ষণের পর কলেজ ছাত্রী তনু হত্যার রেশ কাটতে না কাটতেই আবার ধর্ষনের শিকার হলো দুই জেলার ৩ নারী। টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়েছেন এক পোশাক শ্রমিক। এ ঘটনা ৩ অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অন্যদিকে, লক্ষ্মীপুরে গণধর্ষণের শিকার হলো দুই বোন। এ ঘটনায় আলাদা দুটি মামলা হলেও এখনো দোষীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষনের শিকার হলেন এক তৈরি পোশাক শ্রমিক। বাবার বাড়ি থেকে ফেরার পথে চালক, হেলপার ও সুপারভাইজার ওই নারীকে ধর্ষনের পর বাস থেকে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় অভিযুক্ত ৩ জনকে শুক্রবারই আটক করে পুলিশ।
এদিকে, গত ২৯ মার্চ রাতে লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জে দুই বোনকে অপহরণ করে স্থানীয় খোকন, সিরাজসহ ৪-৫ জনের একদল বখাটে। পরদিন সকালে পরিত্যক্ত একটি বাড়ি থেকে স্থানীরা তাদের উদ্ধার করে।
মেডিকেল পরীক্ষায় দুই বোনকে ধর্ষনের আলামত পাওয়া গেলেও তা অস্বীকার করেন স্থানীয় ইউপি সদস্য।