ভোলা সদর হাসপাতালের দুরাবস্থা

Rezowan 2016-08-28

Views 1

লোকবল সংকটে খুঁড়িয়ে চলছে ভোলার সদর উপজেলা হাসপাতালের কার্যক্রম। এনেস্থেসিয়া কনসালটেন্ট না থাকায় ৩ বছর ধরে বন্ধ রয়েছে অপারেশন। একমাত্র এম্বুলেন্সটিও বিকল। এতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৯৮ সালে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নিত করা হয় ভোলা সদর হাসপাতালকে। কিন্তু রয়েছে লোকবল সংকট। বর্তমানে হাসপাতালে ২২টি চিকিৎসকের পদের মধ্যে ১৭টি এবং নার্সের ৫২টি পদের মধ্যে ৩৬ পদ শূন্য রয়েছে। এর মধ্যে এনেস্থিটিস ডাক্তার না থাকায় বড় ধরনের অপারেশন হচ্ছে না।

হাসপাতালটিতে ওষুধ সংকটের পাশাপাশি রয়েছে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থার অভাব। অ্যাম্বুলেন্সটি বিকল হওয়ায় ভোগান্তিতে রোগীরা।

হাসপাতালের সিভিল সার্জন নিজেও ডাক্তার সংকটের কথা স্বীকার করে বলেন...

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS