জেঁকে বসেছে শীত

Rezowan 2017-01-19

Views 2

উত্তরাঞ্চলসহ সারাদেশে জেঁকে বসেছে শীত। সন্ধ্যার পর বাড়তে থাকা ঠাণ্ডার প্রকোপ অসহনীয় রূপ নেয় ভোর রাতে। তাই ছিন্নমূল মানুষ আর রাতের কর্মজীবীদের পড়তে হয় অসীম দুর্ভোগে।

তীব্র শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে নীলফামারীর জনজীবন। দিন গড়িয়ে রোদ উঠলেও সূর্যের উত্তাপ কম থাকায় ও প্রচণ্ড ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত নগরজীবন।

মাঘের শীতে কাবু দিনাজপুর। দিনের বেশীর ভাগ সময় কুয়াশার চাদরে ঢাকা থাকে ঘোড়াঘাটের জনপদ। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে ভীড়।

কনকনে শীতে নাকাল গাইবান্ধার শ্রমজীবী মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে।

পয়রা, বলেশ্বর ও বিষখালী নদী বেষ্টিত বরগুনায় গত ৪ দিন ধরে জেঁকে বসেছে শীত। সূর্যাস্তের পর পরই বাড়ে এর তীব্রতা। কুয়াশার আস্তরণে ঢেকে আছে চারদিক, সঙ্গে রয়েছে উত্তরের কনকনে হিমেল হাওয়া।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS