বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চার মাসের অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার নথি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে পৌঁছানোর পর আজ সোমবার খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে এই আদেশ দেওয়া হয়।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চে জামিনের আদেশ দেওয়া হয়।