এক পলকে দেখে নিন জেলার ১০ দিকের ১০ বাছাই করা খবরের আপডেট।

Bankura24x7 2020-06-27

Views 1

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : (১) ফের করোনার দাপট জেলায়। এবার একলপ্তে জেলায় আক্রান্ত হলেন ৯ জন। ফলে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩২ জন। পাশাপাশি ৩ জন করোনা মুক্ত হয়ে বাড়ীও ফিরেছেন। জেলায় মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৮০ জন। সক্রিয় আক্রান্ত রয়েছেন ৫২ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কোন ঘটনা নেই জেলায়। ২৫ জুনের নিরিখে আজকের প্রকাশিত স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিন থেকে এই তথ্য মিলেছে।
(২) করোনা পরিস্থিতিতে কোতুলপুরে করোনা সতর্কতা শিকেয় তুলে, চলছে গোরুর হাট। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গরু ব্যাপারীরা এখানে ভীড় জমালেও তারা কোন সতর্কতা বিধিই মানছেন না বলে অভিযোগ। তাই, এলাকার মানুষ এই গরুর হাট বন্ধের দাবী তুলেছেন। স্থানীয় উত্তর পল্লী দুর্গাপূজা কমিটির সম্পাদক সেখ শান্তনু জানান, প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বাসিন্দারা আন্দোলনে নামতে বাধ্য হবেন।
(৩) জেলার গঙ্গাজলঘাটিতে ডাম্পারের সাথে একটি এসইউভি গাড়ীর সংঘর্ষে মৃত্যু হল এক অবসর প্রাপ্ত সিআরপিএফ আধিকারিকের।মৃতের নাম নিমাই ঘোষ (৫৮)। আহত আরও দুই জন। নিমাই বাবু তার ছেলে ও ভাই কে সাথে নিয়ে নিজেই গাড়ী চালিয়ে, মালিয়াড়া হয়ে বড়জোড়া অভিমুখে যাচ্ছিলেন। মালিয়াড়ার মাইলগোড়ার কাছে এই দূর্ঘটনা ঘটে। দুটি ঘাড়ীর মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনা স্থলেই প্রাণ হারান তিনি। ছেলে শুভজিৎ ঘোষ (২১) কে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের গৌরী দেবী হাসপাতালে ভর্তি করা হয়। আর ভাই কাশীনাথ ঘোষ (৩৮) কে প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে বাঁকুড়া মেডিকেলে রেফার করা হয়েছে। আজ বিকেল পাঁচটা নাগাদ ঘটে এই দূর্ঘটনা।
(৪) লরির চাকায় পৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের তালডাংরায় ঘটল পথ দূর্ঘটনা। আজ ভোরে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটিতে ধাক্কা মারে। একটি দোকান ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোন খবর নেই। তবে বৈদ্যুতিক তার ছিঁড়ে ব্যহত হয় বিদ্যুৎ পরিষেবা।
(৫) এদিকে, তালডাংরায় পথ দূর্ঘটনা ঠেকাতে যান চলাচলে গতি নিয়ন্ত্রণে স্পীড ব্রেকার স্থাপনের দাবী জানিয়ে বিডিও অফিসে অবস্থান বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশন দিল প্রয়াস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
(৬) এক অজ্ঞাত পরিচিয় ব্যাক্তির মৃতদেহ ভেসে উঠল রনডিহা ড্যামের জলে। সোনামুখী থানার রাধামোহনপুর এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ। স্থানীয় মৎসজীবীদের সাহায্যে মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালের মর্গে ময়নাতদন্তে পাঠায়।
(৭) জেলার বেলিয়াতোড় রেঞ্জে হাতির হানায় অতিষ্ঠ বাসিন্দারা। এবার এই হাতির পালকে ঠেকানো, ক্ষতিপূরণ সহ একগুচ্ছ দাবীতে বেলিয়াতোড়ের রেঞ্জার দেবদাস রায়ের কাছে ডেপুটেশন দিল স্থানীয় বিজেপি নেতৃত্ব।
(৮) আজ মাকুড়গ্রামে ইনটাক নেতা দেবাশীষ চক্রবর্তী, সিপিএম নেতা সোমনাথ পাত্র তৃণমূল নেতা লালমোহন মন্ডল সহ প্রায় তাদের ২০০ জন অনুগামী কর্মী,সমর্থক বিজেপিতে যোগদান করলেন।এই যোগদান কর্মসুচীতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি হরকালী প্রতিহার,সম্পাদক বিলেশ্বর সিংহ,পর্যবেক্ষক পার্থ কুন্ডু প্রমুখ।
(৯) অন্যদিকে,ওন্দায় তৃণমূল শিবিরে ভাঙ্গন ধরাল বিজেপি। এখানকার পুনিশোল অঞ্চলের পেড়রা ও কল্যানী অঞ্চলের সিয়াড়বাদা এই দুই গ্রামের ৩৮ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা অমরনাথ শাখা।
(১০) এবার উল্টো চিত্র! বিজেপি ও সিপিএম শিবির ছেড়ে আজ জয়পুর ব্লকে প্রায় তিনশো পরিবার তৃণমূলে যোগদান করলেন।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS