এক পলকে দেখে নিন জেলার ১০ দিকের ১০ বাছাই খবরের আপডেট :

Bankura24x7 2020-07-06

Views 274

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এক পলকে দেখে নিন জেলার ১০ দিকের ১০ বাছাই খবরের আপডেট :
(১) ভালো খবর! জেলায় একলপ্তে করোনা মুক্ত হয়ে বাড়ী ফিরলেন ১০ জন। তবে, নুতন করে আক্রান্ত ঠেকানো যায় নি। জেলায় নুতন করে আক্রান্ত হলেন ৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬৭ জন আর মোট এপর্যন্ত সেরে উঠেছেন ২২৮ জন। এবং জেলায় সক্রিয় আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ৩৯ জন। জেলায় মৃত্যুর কোন ঘটনা নেই বলে ৪ জুলাইয়ের নিরিখে তৈরি রবিবারের কোভিড বুলেটিন থেকে জানা গেছে।
(২) খাতড়া মহকুমা আদালতের এক কর্মী করোনা আক্রান্ত হওয়ায় জেলার বাকি আদালত গুলিতে করোনা সতর্কতা বিধি মেনে চলা কঠোর করা হল। পাশাপাশি, আদালত কর্মীদের এবার থেকে জেলা ছেড়ে অন্যত্র যাওয়ার ক্ষেত্রেও কড়াকড়ি করা হচ্ছে। করোনা সতর্কতায় খাতড়া মহকুমায় কেবল মাত্র বেল পিটিশন আর পকসো মামলা ছাড়া অন্যান মামলার শুনানি আপাতত স্থগিত থাকছে বলে জানা গেছে।
(৩) ডাক্তার নিজেই রোগী!বাম হাতে হাতে স্যালাইনের চ্যানেল তবুও আর এক হাতে স্টেথো হাতে চলছে রোগী দেখা। প্রেসক্রিপশন লেখার ফাঁকে নিজেই নিজের স্যালাইনের চ্যানেলের গতি নিয়ন্ত্রণও করছেন। খাতড়া মহকুমার সিমলা গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সুমন ষন্নিগ্রহী ডিহাইড্রেশনের জন্য অসুস্থ হয়ে পড়েন। কিন্তু হ আউটডোরে রোগীর ভীড় থাকায় স্যালাইন নিয়েই রোগী দেখেন তিনি। আর সেই ঘটনার ভিডিও নিমেষে ভাইরাল হয় সোস্যাল মিডিয়াতে।সুমন বাবুর এই কাজকে কুর্নিশও জানিয়েছেন নেটিজেনরা।
(৪) করোনা আবহে বন দপ্তর হাতি তারানোর অভিযানে নামতে পারছে না। সামাজিক দুরত্ব বজায় রেখে হুলা পার্টিদের কাজ করাও দুষ্কর। ফলে জেলার বড়জোড়া ও বেলিয়াতোড় রেঞ্জের বিভিন্ন গ্রামে তান্ডব চালাছে ২৫ টি হাতির পাল। ফলে ঘর, বাড়ী ভাঙ্গা থেকে ধানের গোলা বা মাঠের ফসলের ক্ষতি করছে গজরাজরা। শেষ পাওয়া খবরে বড়জোড়ার পাবয়াতে ১৩ টি ও বেলিয়াতোড় লাদুনা ১০, স্বর্গবাতি ও সাতখুলিয়াতে ১ টি করে হাতি রয়েছে।
(৫)এবারও বর্ষার আগে শহরের গন্ধেশ্বরী নদীর সতীঘাটের সেতুর কাজ শেষ করা গেলনা। এখন কাজ ঢিমেতালে চললেও ভারী বর্ষন হলেই এই কাজ ফের বন্ধ রাখতে হবে। ফলে আরও পিছিয়ে যাবে সেতুর কাজ এমনটাই আশঙ্কা করছে নির্মান সংস্থার আধিকারিকরা বলে জানা গেছে।
(৬) বিধানভা ভোটের আগে নেতাদের গ্রুপের রাজনীতির বিনাশ করতে কোমর বেঁধে নামলেন তৃণমূল নেতা ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার জেলার গঙ্গাজলঘাটিতে তৃণমূলে কর্মী সভায় তিনি সাফ জানিয়ে দিলেন দলে কোন গ্রুপ করা চলবে না। এমন ঘটনা দল জানতে পারলেই তা কড়া হাতে দমন করবে দল। পাশাপাশি বিজেপির সাথে সোস্যাল মিডিয়াতেও দলের কর্মীদের জোর কদমে লড়াইয়ে নামার দাওয়াইও দেন তিনি।
(৭) বাংলার যুব শক্তির প্ল্যাটফর্মে সদ্য যোগ দেওয়া এলাকার যুবদের নিয়ে ওন্দা ব্লকে কনভেনশনের আয়োজন করা হয় এদিন। যুব নেতা মণি শঙ্কর মুখোপাধ্যায়,অভিরুপ খাঁ,মহিলা নেত্রী মিঠু নাগ প্রমুখ এই কনভেনশনে বক্তব্য রাখেন।
(৮) বড়জোড়া বিধানসভার গ্রামে,গ্রামে স্যানিটাইজেশনের কর্মসুচী চালিয়ে যাচ্ছেন বাম বিধায়ক সুজিত চক্রবর্তী। আজ মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতের পিংরুই গ্রামে ছাত্র ও যুবদের সাথে নিয়ে স্যানিটাইজেশন করা হয়। পাশাপাশি ছিল রক্তদান শিবির।শিবিরে ২৮ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
(৯) করোনা আক্রান্ত বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ দেশের সবার আরোগ্য কামনায় ছাতনার রাজ পরিবারের ইষ্ট দেবী বাসুলী মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করলেন স্থানীয় বিজেপি কর্মী,সমর্থক ও নেতৃবর্গ।
(১০) করোনা আবহে জেলায় রক্তের সঙ্কট মেটাতে এগিয়ে এলেন শহরের প্রাতঃভ্রমণকারীরা। কলেজ মোড়ের প্রাতঃভ্রমণকারীদের সংগঠন আয়োজিত এই শিবিরে ১২ জন ম

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS