এক নজরে দেখে নিন বাঁকুড়া জেলার ১০ দিকের ১০ বাছাই খবরের রাউন্ডআপ।

Bankura24x7 2020-07-07

Views 143

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :
এক নজরে দেখে নিন বাঁকুড়া জেলার ১০ দিকের ১০ বাছেই খবরের রাউন্ডআপ :
(১)জেলার ইন্দাসের হেয়াতনগরে তৃণমূল বিজেপি সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় এলাকা জুড়ে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। গত কাল রাতে এই ঘটনায় এলাকা উত্তাল হয়ে ওঠে। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এদিন বিজেপির শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তীর অনুষ্ঠান ছিল এলাকায়। পাশাপাশি, পেট্রো পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল বের করে তৃণমূলও। এই রাজনৈতিক কর্মসুচী চলাকালীন দুই দল একে, অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন। এলাকার মানুষ জানাচ্ছেন এই সময় ব্যাপক বোমাবাজিও চলে। এখন এলাকায় রয়েছে পুলিশ পিকেট। চলছে পুলিশের টহলদারীও।
(২) অন্যদিকে,রাজনৈতিক উত্তাপের আঁচ জেলার পাত্রসায়রের বেলুট গ্রামেও। এখানকার বাসিন্দা সুপ্রিয় চক্রবর্তী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার জেরে সুপ্রিয় বাবুর ভাই শুভদীপ চক্রবর্তীর ওপর চড়াও হয়ে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বেলুটের কুন্ডুপাড়ায় গাড়ী ধোয়ার জন্য গিয়েছেল শুভদীপ। তখনই দুই বিজেপি কর্মী তাকে লাঠি,রড দিয়ে আক্রমণ করে। মাথায় ও বাম হাতে চোট লাগে।যদিও এই হামলার আভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
(৩) করোনা সতর্কতা বিধির তোয়াক্কা না করে জেলা জুড়ে যেভাবে রাজনৈতিক সভা সারছেন তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় তা ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন লঙ্ঘনের সামিল। তাই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবী তুলে সরব হলেন বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকার। তিনি বলেন পুলিশের অনুমতি এক্ষেত্রে মেলাও অনুচিত। পুলিশ অনুমতি দেবেও না। আর দিলে পুলিশের বিরুদ্ধেও আইন ভাঙ্গার দায় বর্তাবে। আসলে পুলিশের বিনা অনুমতিতে শাসক দল এমনটা করছে বলেও অভিযোগ তোলেন এই বিজেপি সাংসদ।
(৪) ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তীর ভার্চুয়াল সভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের দেখানো পথ ধরে বাংলার হৃত গৌরব পুনরুদ্ধদ্বার করতে বিশেষ কর্মসুচী নিচ্ছে রাজ্য বিজেপি। তারই অঙ্গ হিসেবে জেলা বিজেপিও কোমর বেঁধে নামছে এই কর্মসুচীর প্রচারে। জেলা জুড়ে এদিন নানা জায়গায় শ্যামা প্রসাদ জন্ম জয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে বিজেপি ২১ এর বিধানসভার প্রস্তুতি কার্যত শুরু করে দিল।
(৫) জেলায় করোনা সংক্রমণ ঠেকানো যাচ্ছেনা। নুতন করে জেলায় একদিনে ৭ জন করোনাতে আক্রান্ত হলেন। ফলে মোট আক্রান্ত হওয়ার সংখ্যা ২৭৪ এ পৌঁছল। আর নুতন করে আরও ৯ জন ছাড়া পাওয়ায় সুস্থ হওয়ার সংখ্যা ২৩৭ ছাড়াল। মৃত্যুর ঘটনা নেই জেলায়। তবে,এখন সক্রিয় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭ বলে ৫ জুলাইয়ের নিরিখে তৈরি ৬ জুলাইয়ে প্রকাশিত কোভিড বুলেটিন থেকে জানা গেছে।
(৬) দুই ভিন্ন সম্প্রদায়ের যুবক,যুবতীর সাথে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।প্রেমিক, প্রেমিকাকে বাড়ী থেকে নিয়ে যেতে চাইলে এলাকার মানুষ বাধা দেয়। চলে পথ অবরোধ করে বিক্ষোভ৷ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এবং অবরোধ ওঠে। জেলার বিষ্ণুপুর পুর শহরের ১৭ নাম্বার ওয়ার্ডের ঘটনা।
(৭) জেলায় রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি ও তৃণমূলের মধ্যে দলবদলের লড়াই চলছে পুরোদমে। ওন্দার মেদিনীপুর গ্রামে বিজেপি নেতা অমরনাথ শাখার হাত ধরে তৃণমূল ও সিপিএম ছেড়ে প্রায় ৩১ টি পরিবার থেকে শতাধিক মানুষ বিজেপিতে যোগ দিলেন।
(৮) অন্যদিকে,একইভাবে বিজেপিকে দলবদলের সংখ্যায় টেক্কা দিল তৃণমূল। জেলার তালডাংরা ব্লকের আমডাঙ্গা অঞ্চলের শালদহ গ্রামে প্রায় ২০০ পরিবার বিজেপ ছেড়ে তৃণমূলে যোগদিলেন। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শুভাশিস বটব্যাল, য

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS