Mohan Bhagwat Meets Mithun Chakraborty: আরএসএসে যোগ দিচ্ছেন মিঠুন চক্রবর্তী!

LatestLY Bangla 2021-02-16

Views 5

রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন যে ঘটনাবহুল হতে চলেছে তাতে কোনওরকম সন্দেহের অবকাশ নেই। দিন যত এগোচ্ছে ততই চড়ছে ভোটযুদ্ধের পারদ। একদিকে গদি ধরে রাখার নিরন্তর লড়াই চলছে তৃণমূল শিবিরে। অন্যদিকে শাসক তৃণমূলকে গদিচ্যুত করতে সমর্থনের অস্ত্রে লাগাতার শান দিচ্ছে গেরুয়া শিবির। ১৯-এর লোকসভা নির্বাচনের আগেভাগেই দল গোছানো শুরু করেছিল বঙ্গ বিজেপি। একুশের ভোট যত কাছাকাছি আসছে ততই যেন উত্তরোত্তর উন্নতি সাধনে মনোনিবেশ করছে বিজেপি। তালমিলিয়ে শাসকদল ছেড়ে বাংলার বাঘা বাঘা রাজনীতিকরা পদ্মশিবিরে পাড়ি দিচ্ছেন। এই তালিকায় বাদ নেই টলিউডও। এদিকে মঙ্গলবার সাতসকালে অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে দেখা করে গেলেন সংঘ প্রধান মোহন ভাগবত। রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিঠুন চক্রবর্তী এক সময় বাম আন্দোলনে ছিলেন। পরে তিনি রাজ্যের শাসকদল তৃণূলের যোগ দান করেন। ২০১৬ সালে শারীরিক অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে অব্যাহতি নেন। সেই মিঠুন চক্রবর্তীর বাড়িতে পড়ল আরএসএস প্রধান মোহন ভাগবতের পায়ের ধুলো, আলোচনা তো হবেই। তাহলে কী এবার মিঠুনদাদাও পদ্মশিবিরে নাম লেখালেন? যদিও এই প্রসহ্গে না ঢুকেই মহাগুরুর দাবি, মোহন ভাগবতের সঙ্গে আধ্যাত্মিক আলোচনা হয়েছে তাঁর।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS