International Women\'s Day 2021 Wishes: আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা লেটেস্টলি বাংলার তরফে

LatestLY Bangla 2021-03-08

Views 17

International Women\'s Day 2021 Wishes: আজ আন্তর্জাতিক নারী দিবস (International Women\'s Day)। শুধুমাত্র প্রসব যন্ত্রনা সহ্য করেন বলেই নারীরা মহান, এমন ধারণা অনেকদিন আগে থেকেই ভাঙা শুরু হয়েছে। কালের পর কাল, যুগের পর যুগ বাড়ির বাইরে বেরিয়ে অনেক কিছুই করতে দেওয়া হয়নি মহিলাদের। তাই প্রমাণ করার সুযোগ পেতেও অনেক দেরি হয়ে যায়। নারীরা আজ যা করেছেন কোনোটাই তাদের না পারার মত ছিল না।যেটা কঠিন ছিল সমাজ থেকে বেরিয়ে লড়াই করে নিজের জায়গা তৈরি করে নেওয়া। নারীরা যে অসীম ক্ষমতার ক্ষমতাশালী তার ব্যাখ্যা আমরা পুরান থেকে বর্তমানের বিজ্ঞানেও পাই। তাই আজও ধরিত্রীর রক্ষাকর্তা হিসেবে মা দুর্গার নাম নেওয়া হয়। আমাদের পৃথিবীও স্বয়ং এক নারী। নারীরা তো এগিয়ে চলেছেন কিন্তু এই সমাজ আজও নারীসুরক্ষার যথার্থ ব্যবস্থা নিয়ে উঠতে পারেনি। এর মধ্যে আজও লড়াই করে চলেছেন আজকের নারীরা। সেই সকল নারীদের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা যারা সমস্ত বাধা পেরিয়ে নিজের পায়ে দাঁড়ানোর একটা জায়গা করে নিয়েছেন, কিংবা করে চলেছেন।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS