মস্কোয় প্রথম তিন দিনের বেশিরভাগ সময় কাটলো লুঝনিকি স্টেডিয়াম ঘিরে। বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যু বলে কথা; কিন্তু এই শহরে যে আরো একটি ভেন্যুও আছে। না হোক এখানে উদ্বোধনী ম্যাচ আর ফাইনাল- স্পার্টাক স্টেডিয়ামের দিকে যে নজর থাকবে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর! এখানে যে ম্যাচ আছে মেসি আর নেইমারদের। গ্রুপের পর্বের চারটি আর একটি দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আয়োজনে পুরোপুরি প্রস্তুত ৪৫ হাজার দর্শক ধারণক্ষম এ স্টেডিয়ামটি...