বিশ্বকাপের জন্য রাশিয়ার ১১ শহরের ১২ স্টেডিয়াম প্রস্তুত। একমাত্র রাজধানী মস্কোতেই আছে দুটি ভেন্যু- একটি লুঝনিকি স্টেডিয়ামে, অন্যটি স্পার্টাক। লুঝনিকি মস্কো শহরের অনেকটা প্রাণকেন্দ্রে হলেও স্পার্টাক একটু দুরে। রাশিয়ার খ্যাতনামা ক্লাব স্পার্টাক মস্কোর হোম ভেন্যু এটি। মস্কোর তুশিনো জেলায় অবস্থিত স্পার্টাক স্টেডিয়াম। দুই স্টেডিয়ামের মধ্যে দূরত্ব ২০ কিলোমিটারের মতো...