বর্তমান সরকারের স্বৈরতান্ত্রিক দুঃশাসন-জুলুম-লুটপাটের প্রতিবাদে, বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সচিবালয়ের অভিমুখে বিক্ষোভ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ।
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যেতে চাইলে পুলিশ বেরিকেড দেয়। এ সময় বেরিকেড সরিয়ে প্রবেশ করতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হননি...