বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসক নিয়োগে মৌখিক সাক্ষাৎকার চলাকালে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। সকাল পৌনে ৯টা থেকে মৌখিক পরীক্ষা গ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ১০টার মধ্যেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন নিয়োগপ্রত্যাশী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা শেষ হওয়ার পরই ধস্তাধস্তির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই আন্দোলনকারীরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। বেলা সোয়া ১১টায় উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনের জন্য নিয়োগপ্রত্যাশী চিকিৎসকরা উপাচার্য কার্যালয়ের গেটে অবস্থান নেয়। ১৫ মিনিট স্লোগান দেয়ার পর পুলিশ তাদের বাশি বাজিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে আন্দোলনকারীদের ভবনের গেট থেকে ২০ গজ দূরে সরিয়ে দেয় পুলিশ।
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/health/news/505712