নতুন কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার সমস্যা দূর করতে চান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় মন্ত্রণালয়ের নিজ দফতরে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দিয়েছেন। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফুলের তোড়া দিয়ে নতুন মন্ত্রীকে বরণ করে নেন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী কর্মস্থলে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, পাট ও বস্ত্র আমাদের একটি বড় শিল্প। এ খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টির অনেক সুযোগ রয়েছে। আমাদের সকলের প্রচেষ্টায় এ খাতে নতুন করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক আয় বাড়াতে হবে।
বীর প্রতীক খেতাবপ্রাপ্ত এ মুক্তিযোদ্ধা বলেন, পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমরা বাংলাদেশ অর্জন করেছি। আজকে পাকিস্তানকে ছাড়িয়ে আমরা সব খাতে এগিয়ে রয়েছি। দেশে অনেক উন্নয়ন হয়েছে, আরও হবে।
তিনি বলেন, উন্নয়নের ধারার সাথে দেশের সুশাসন নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রিত্বের দায়িত্ব দিয়েছেন, সকলে মিলে কাজ করে বাংলাদেশকে এগিয়ে নেয়া হবে। নিশ্চিত করা হবে দেশের সুশাসন ব্যবস্থা।
নতুন এ মন্ত্রী বলেন, সরকার যখন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধি করে, তখন আমি চিন্তিত ছিলাম কিভাবে এতো টাকা পরিশোধ করা সম্ভব হবে? বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এখানে নানা রকম সুযোগ আছে অর্থনৈতিক আয় বৃদ্ধির।
তিনি আরও বলেন, আমার দফতরের আগের মন্ত্রী মহোদয় যে সকল কাজ রেখে গেছেন সেগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করব। পাশাপাশি সকল কাজকে গুরুত্ব দিয়ে বস্ত্র ও পাট শিল্প খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
তিনি নিজেও একজন শিল্পের মানুষ, তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে বলেও মন্তব্য করেন নব্য যোগদান করা এ মন্ত্রী।
মন্ত্রণালয়ের বিদায় মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান, মন্ত্রণালয়ের অধীনস্থ দফতর ও সংস্থার প্রধান, বিভাগীয় কর্মকর্তা কর্মচারী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
#jagonews24 #juteminister