সবার জন্য কাজ করতে চান বেবী নাজনীন || jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 12

বিএনপির মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগীত শিল্পী বেবী নাজনীন। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বেবী নাজনীন বলেন, আমি দলের মনোনয়নের ব্যাপারে আশাবাদী। দল আমাকে মনোনয়ন দিলে আমি এলাকার মানুষের জন্য কাজ করবো। আমি সংগীতে কাজ করছি, এখন রাজনীতির মাধ্যমে আমার এলাকার আর সংগীত জগতের মানুষ, সবার জন্য কাজ করবো।

নীলফামারী-৪ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বেবী নাজনীন। এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে আজ আরও সাক্ষাৎকার দেন মো. আমজাদ হোসেন সরকার, কৃষিবীদ পারভীন আক্তার ও বিলকিস আক্তার।

এ ছাড়া গাইবান্ধা-১ আসনে মো. মাজহারুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্নাহ, ডা. জিয়াউল হক, গাইবান্ধা-২ আসনে খন্দকার আব্দুল আহাদ, আনিসুজ্জামান খান, মাহমুদুন নবী টিটুল, গাইবান্ধা-৩ আসনে ড. মঈনুল হাসান সাদী, ড. মিজানুর রহনান মাসুম, গাইবান্ধা- ৪ আসনে অধ্যাপক আনিসুল হক, ফারুক কবির আহম্মেদ, ফারুক আহম্মেদ, শামীম কাওসার লিঙ্কন সাক্ষাৎকার দিয়েছেন।

গাইবান্ধা-৫ আসনে সাক্ষাৎকার দিয়েছেন সেলিম আহম্মেদ তুলি, মোহাম্মদ আলী, হাসান সরকার, মইনুল ইসলাম শামীম, নাজমুল ইসলাম নয়ন, তোফায়েল আহম্মেদ, ফারুক আলম সরকার।

লালমনিরহাট-১ আসনে রাজীব প্রধান, মাওলানা সাজু পাটোয়ারী, লালমনীরহাট-২ আসনে সালেহ উদ্দীন আহম্মেদ হেলাল, ড. রোকনুজ্জামান, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, লালমনিরহাট-৩ অাসনে আসাদুল হাবীব দুলু, কুড়িগ্রাম-১ আসনে সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম-২ এ সোহেল হোসেন কায়কোবাদ,আবু বক্কর সিদ্দিক
কুড়িগ্রাম-৩ আসনে তাসবিরুল ইসলাম,আব্দুল খালেক, কুড়িগ্রাম-৪ আসনে অধ্যাপক মোখলেসুর রহমান, আজিজুর রহমান, ইমান আলী সাক্ষাৎকার দিয়েছেন ।

দিনাজপুর-৩ আসনে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সৈয়দ জাহাঙ্গীর আলম, শাহরিয়ার কবির ডন, হাফিজুর রহমান, দিনাজপুর-৬ আসনে শাহাবুদ্দীন সুজন প্রমুখ অাজ সাক্ষাৎকার দেন।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS