কীভাবে বুঝবেন আপনি কতটা বুদ্ধিমান
বিশেষজ্ঞদের মতে, যারা বুদ্ধিমান তাদের কতগুলো বিশেষ গুণ থাকে, যা দেখে তারা যে বাকি সবার থেকে কিছুটা হলেও আলাদা, সে সম্পর্কে ধারণা করা সম্ভব হয়। এই লক্ষণগুলোর সঙ্গে মিলিয়ে নিন আর জেনে নিন আপনি কতটা বুদ্ধিমান-
১. যারা একের অধিক ভাষা সম্পর্কে জ্ঞান রাখেন তারা বুদ্ধির দিক থেকে অনেকটাই সমৃদ্ধ।
২. যারা খুব মজার মানুষ, সবার পিছনে লাগতে খুব ভালোবাসেন, তাদের আই কিউ লেভেল খুব বেশি হয়।
৩. বিজ্ঞানীরা খেয়াল করে দেখেছেন যারা বাড়ির বড় ছেলে বা মেয়ে হন, তাদের বুদ্ধি বা আই কিউ লেভেল অনেকের থেকেই বেশি হয়।
৪. যারা কুকুরের থেকে বিড়াল বেশি পছন্দ করেন, তাদের আই কিউ সাধারণ মানুষদের তুলনায় বেশি হয়।
৫. যারা একটু বেশি মাত্রায় চিন্তা করেন, তাদের ব্রেন অ্যাকটিভিটি এতটা বেশি থাকে যে বুদ্ধির দিক থেকে এরা অনেককে পেছনে ফেলে দেন।
#jagonews24