বয়স খুব বেশি নয়, দাড়ি-গোঁফ গজিয়েছে মাত্র। শাহবাগ মোড়ে প্রখর রোদে দাঁড়িয়ে কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাষ্টিস’ ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ কোরাস সুরে উচ্চকণ্ঠে শ্লোগান দিচ্ছিল। মুহুর্মুহু শ্লোগান দিয়ে গলা শুকিয়ে কাঠ হলেও টাকা খরচ করে পানি কিনে খাওয়ার সমর্থ নেই ওদের। কিন্তু তাই বলে দমার পাত্র নন, দাবি আদায়ে প্রয়োজনে প্রাণ দিতে প্রস্তুত। কিন্তু যে কোনো মূল্যে নিরাপদ সড়কের আন্দোলন সফল করতে চান তারা।
বিস্তারিত-https://bit.ly/2TgspkV