রাজধানীর আজিমপুরের অদূরে পলাশী ফায়ার বিগ্রেড অফিসের সামনের রাস্তায় আজ (শুক্রবার) বেলা আনুমানিক ১১টায় বেশকিছু মানুষের জটলা চোখে পড়ে লালবাগ থানা পুলিশের একটি টহল দলের। এ দেখে কোনো ঝামেলা হয়েছে মনে করে গাড়ি নিয়ে দলটি সেদিকে এগিয়ে যায়
আরও জানতে ভিজিট করুন-https://www.jagonews24.com/national/news/519454