প্রথম রমজানের শেষ বিকেলে চকবাজারে পাশাপাশি দুটি ইফতারের দোকানের একটিতে একজন মধ্যবয়সী লোক চিৎকার করে অ্যাই বড় বাপের পোলায় খায়, ঠোঙা ভইরা লইয়া যায় বলে ক্রেতাদের ডাকছিলেন। ঠিক তার পাশেই অপর একটি দোকান থেকে আনুমানিক নয়-দশ বছরের একটি ছেলে গলা ফাটিয়ে বলছিল, সব বাপের পোলায় খায়, ঠোঙা ভইরা লইয়া যায়। না খাইলে, না লইলেই মিস, দেশি নেন, দেশি খান বলে সেও ক্রেতাদের ডাকছিল।
বিস্তারিত পড়তে ক্লিক করুন- https://www.jagonews24.com/national/news/498713