কালো স্বর্ণ বৈধ করতে ব্যবসায়ীদের ভিড় | jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 0

দেশে প্রথমবারের মতো চলছে স্বর্ণ মেলা। ভরিতে মাত্র এক হাজার টাকা কর পরিশোধ করে অপ্রদর্শিত স্বর্ণ বৈধ করার সুযোগ রয়েছে মেলায়। তাইতো কালো স্বর্ণ সাদা করতে ভিড় করছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মেলা ঘুরে দেখা গেছে, কর অঞ্চলের বুথগুলোতে ভিড় করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। কেউ ফরম পূরণ করছেন আবার অনেকে অপ্রদর্শিত স্বর্ণ ঘোষণার কৌশল জানছেন। তারা কর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জেনে নিচ্ছেন কীভাবে ফরম পূরণ করতে হবে, কী কাগজপত্র দিতে হবে।


জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর আয়োজনে এ মেলার সার্বিক সহযোগিতা করছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)। গত ২৩ জুন শুরু হওয়া তিন দিনব্যাপী মেলা আজ ২৫ জুন (মঙ্গলবার) শেষ হচ্ছে।

বিস্তারিত পড়ুন - https://bit.ly/2NawA48

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS