রিকশাচালকদের অবরোধে সীমাহীন ভোগান্তি | jagonews24.com

Jagonews24 Live 2021-04-28

Views 0

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক থেকে রিকশা তুলে দেয়ার প্রতিবাদে রাজধানীর মালিবাগ, রামপুরা, বাড্ডাসহ বেশ কয়েকটি পয়েন্টের সড়কে নেমেছেন রিকশাচালকরা। মঙ্গলবার সকাল আটটা থেকে রাজধানীর কুড়িল-রামপুরা-মালিবাগ সড়কের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা।

তাদের অবরোধে থমকে আছে রাজধানীর ব্যস্ততম সড়ক প্রগতি সরণি। মালিবাগ রামপুরা হয়ে উত্তর বাড্ডা পর্যন্ত সড়ককে যানবাহন স্থবির হয়ে আছে। বিপরীত দিকের সড়ক পুরোটাই ফাঁকা। সেখানে মানুষ পায়ে হেঁটে চলাচল করছেন, কারণ কুড়িল বিশ্বরোড থেকে কোনো গাড়ি এমনকি মোটরসাইকেলও ঢুকতে দেয়া হচ্ছে না। ফলে সকাল থেকেই এই সড়ক ব্যবহার করা কর্মক্ষেত্রগামী সাধারণ মানুষ পড়েছেন বিপাকে।

বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/512373

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS