Morning Headlines: বঙ্গ বিজেপিতে কোন্দলের মধ্যেই কলকাতায় নাড্ডা। ২ দিনের সফরে আজ যাবেন চুঁচুড়া।Bangla News

ABP Ananda 2022-06-08

Views 4

পয়গম্বর নিয়ে মন্তব্যের জেরে এ বার রাজধানী দিল্লি-সহ চার রাজ্যে আত্মঘাতী হামলার হুমকি চিঠি আল-কায়দার। দিল্লি ছাড়াও তাদের তালিকায় রয়েছে গুজরাত, উত্তরপ্রদেশ এবং মুম্বই।বঙ্গ বিজেপিতে কোন্দলের মধ্যেই কলকাতায়  নাড্ডা। ২ দিনের সফরে আজ যাবেন চুঁচুড়া। কাল সাংসদ-বিধায়ক-পদাধিকারীদের সঙ্গে বৈঠক।নাড্ডার সফরের আগেও বিজেপিতে কোন্দল। ব্যারাকপুরে সুকান্তর সভাতেই চরম বিশৃঙ্খলা। কমিটি নিয়ে ক্ষোভের কথা বলতে মহিলাকে বাধা। একদিন পার, ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনে এখনও অধরা আততায়ী। দুপুরের দিকে খুন বলে অনুমান। ৩জনকে জিজ্ঞাসাবাদ। কেন কম দামে ভবানীপুরের বাড়ি, মেহতা বিল্ডিংয়ের দোকান বিক্রি করতে চেয়েছিলেন অশোক শাহ? কে দিয়েছিল অগ্রিম? সূত্রের খোঁজে পুলিশ। আলাদা রাজ্যের দাবিতে কেএলও-র হুমকি। আলিপুরদুয়ারে পাল্টা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। (বাইট-আমাকে বন্দুক দেখিয়ে লাভ নেই। অনেক বন্দুক দেখেছি)কেকের মৃত্যুর পরে মুখ্যমন্ত্রীর উদ্দেশে অশালীন আক্রমণ। একাধিক অভিযোগে গোয়ায় ইউটিউবার রোদ্দুর রায় গ্রেফতার। আজ আনা হচ্ছে কলকাতায়।  কেতুগ্রামে স্ত্রীর কব্জি কাটায় অভিযুক্ত স্বামী অবশেষে গ্রেফতার। হামলার জন্য বন্ধুর নামে ২জনকে ভাড়া করে আনা হয়েছিল, অনুমান পুলিশের। ২০১৪-র প্রাথমিক টেটে ফেল। তাও চাকরি করে যাওয়ার অভিযোগ! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই শুনানি। জরুরি ভিত্তিতে মামলার অনুমতি। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS