বঙ্গ বিজেপিতে ফের বিদ্রোহের আগুন। সোশাল মিডিয়ায় পদত্যাগ বীরভূম জেলা কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্যের। ফেসবুকে জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা ফণীরঞ্জন রায়। তাঁর অভিযোগ, বিধানসভা ভোটের পর যাঁরা তাঁর বাড়িতে হামলা চালিয়েছে, তাঁরাই এখন বিজেপির জেলা কমিটির নেতৃত্বে। দল তাঁর মূল্যায়ন করেনি বলেও ক্ষোভপ্রকাশ করেছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা।