পয়গম্বর বিতর্কের জেরে যখন বিভিন্ন রাজ্যে অশান্তি, তখন সম্প্রীতির এক অন্যরকম ছবি দেখালেন বাগুইআটির এক দুর্গাপুজোর উদ্যোক্তারা। বাগুইআটির অর্জুনপুর আমরা সবাই ক্লাবে দুর্গাপুজোর উত্সবের ঢাকে কঠি পড়ল। আজ শুরু হয়ে গেল প্রস্তুতি। অংশ নিলেন পাড়ার দুই সম্প্রদায়ের বাসিন্দারা। এই উপলক্ষে অনুষ্ঠানে অংশ নিলেন পাড়ার দুই সম্প্রদায়ের বাসিন্দারা। এর আগে ইদের সময়ও পাড়ার দুই সম্প্রদায়ের বাসিন্দারা মিলেমিশেই উত্সবে সামিল হয়েছেন। দুর্গাপুজোতেও সেই সৌহার্দ্যের ব্যতিক্রম হচ্ছে না। উত্সব যে সবার, তার পরিচয় দিতে আন্তরিক বাগুইআটির এই পুজোর উদ্যোক্তারা।