ডিভিশন বেঞ্চে গিয়েও স্বস্তি মিলল না প্রাথমিক শিক্ষা পর্ষদের। দু’হাজার চোদ্দ সালের টেটে দুশো-তিয়াত্তর জনকে বাড়তি এক নম্বর দেওয়া বৈষম্যের অভিযোগ উঠেছে। তা নিয়েও হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে পড়তে হল প্রাথমিক শিক্ষা পর্ষদকে। বিরোধীদের দাবি, এই নম্বর-বৈষম্যের মধ্যেই লুকিয়ে আছে দুর্নীতি।