বন্যা বিধ্বস্ত অসম। জলের তলায় ৩৪টি জেলা। মৃত্যু হয়েছে বহু মানুষের। গৃহহীন বহু মানুষ। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার আকাশপথে বন্যা কবলিত শিলচরের একাধিক এলাকা ঘুরে দেখেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর সঙ্গে ছিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়, কাছাড়ের পুলিশ সুপার ও রাজ্য সরকারের শীর্ষ প্রশাসনিক কর্তারা। বিপর্যস্ত মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে শিলচরে দুর্গতদের কাছে হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয় খাবার, পানীয় জলের বোতল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। বন্যায় ক্ষতি হয়েছে অসমের নগাঁও জেলার একাধিক অঞ্চলও। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন অনেকে। বুধবার জেলার তেমনই এক ত্রাণ শিবির ফুলাগুড়ি হাইস্কুল পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। দুর্গতদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তিনিও।