জনম ও ভরে আমি একদিনও না দেখলাম তারে । Ami Ek Dino Na Dekhilam Tare । লালন গীতি

Masud Entertainment 2022-08-02

Views 10

Lyrics:
আমার ঘর খানায় কে বিরাজ করে।
জনম ভরে একদিনও তারে দেখলাম না রে।।

নড়েচড়ে ঈশানকোণে দেখতে পাইনে এই নয়নে।
হাতের কাছে যার ভবের হাট বাজার
ধরতে গেলে হাতে পাইনে তারে।।

সবে বলে প্রাণপাখি শুনে চুপে চেপে থাকি।
জল কি হুতাশন মাটি কি পবন
কেউ বলে না আমায় নির্ণয় করে।।

আপন ঘরের খবর হয়না
বাঞ্চা করি পরকে চেনা।
লালন বলে পর বলিতে পরমেশ্বর
সে কি রূপ আমি কি রূপ রে।।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS