একজনের মৃত্যু। আহত একজন। কীভাবে গোটা ঘটনাক্রম, কী বলছেন কলকাতার পুলিশসুপার বিনীত গোয়েল। ভর সন্ধ্যায় পার্ক স্ট্রিটে জাদুঘরে সিআইএসএফ ব্যারাকে গুলি, একজনের মৃত্যু। চলল ২০ থেকে ২৫ রাউন্ড গুলি, ঢুকল কলকাতা পুলিশের কম্যান্ডো বাহিনী। ভর সন্ধ্যায় সিআইএসএফ ব্যারাকে এলোপাথাড়ি গুলি । ভর সন্ধ্যায় পার্ক স্ট্রিটে সিআইএসএফের ব্যারাকে গুলি। আশুতোষ শতবার্ষিকী হলের কাছে সিআইএসএফ ব্যারাকে গুলি। সিআইএসএফ ব্যারাক ঘিরে ফেলল সশস্ত্র পুলিশ, বুলেট প্রুফ জ্যাকেট পরে ঢুকল পুলিশ। প্রায় ১ ঘণ্টা পরে নিরস্ত্র করে আটক করা হল হামলাকারী জওয়ানকে । গুলি চালিয়ে ব্যারাকের মধ্যে ঢুকে যায় হামলাকারী জওয়ান।