গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর এবার কয়লাকাণ্ডে তত্পর ইডি। ৮ জন আইপিএস-কে দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১৫ অগাস্টের পর জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন, রাজীব মিশ্র, শ্যাম সিংহ, তথাগত বসু, সেলভা মুরুগান, কোটেশ্বর রাও ও ভাস্কর মুখোপাধ্যায়, রাজ্যের ৮ জন আইপিএস-কে দিল্লিতে তলব করা হয়েছে। ২২ অগাস্ট জ্ঞানবন্ত, ২৩ অগাস্ট কোটেশ্বর রাও, ২৪ অগাস্ট শ্যাম সিংহ, ২৫ অগাস্ট সেলভা মুরুগান, ২৬ অগাস্ট রাজীব মিশ্র, ২৯ অগাস্ট আইপিএস সুকেশ জৈন, ৩০ অগাস্ট তথাগত বসু ও ৩১ অগাস্ট ভাস্কর মুখোপাধ্যায়কে দিল্লিতে তলব করেছে ইডি।