স্বাধীনতা দিবসের আগে ফালাকাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বিজেপির মণ্ডল সভাপতিকে মারধর, বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। ফালাকাটার বিজেপি বিধায়কেরও ওপরও হামলার চেষ্টার অভিযোগ। বিজেপির ফালাকাটা মণ্ডল কার্যালয়ের সামনে তাণ্ডব, অভিযুক্ত তৃণমূল। অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধেই হামলার অভিযোগ তৃণমূলের। একে অন্যের বিরুদ্ধে ফালাকাটা থানায় অভিযোগ দায়ের দুই দলের। ফালাকাটার এক মহিলা তৃণমূল কাউন্সিলরের শ্লীলতাহানির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গ্রেফতার বিজেপির বুথ সভাপতি, আদালতে জামিন।