বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলের গ্যারাজে অনুব্রত-ব্যবহৃত একাধিক গাড়ি। যদিও কোনও গাড়ি অনুব্রত মণ্ডলের নামে নয়। WB 54U 6666 নম্বরের ফোর্ড এন্ডেভার গাড়িটি প্রবীর মণ্ডলের নামে। WB 54Z 4176 নম্বরের এসইউভি সতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের নামে। গ্যারাজে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো এসইউভি। WB 54U 6666 নম্বরের গাড়িতেই ৭ অগাস্ট চিনার পার্কে এসেছিলেন অনুব্রত। WB 54U 6666 নম্বরের ‘ফোর্ড এন্ডেভার’ ভোলে ব্যোম রাইস মিলে। WB 54Z 4176 নম্বরের এসইউভি-ও ভোলে ব্যোম রাইস মিলে। এই গাড়িতেই এসএসকেএমে এসেছিলেন বীরভূম তৃণমূলের সভাপতি।WB54W 9555 গাড়িটিও অনুব্রত মণ্ডলের নামে নয়।