অনুব্রত মণ্ডলের রাইস মিলের সঙ্গে রাজ্যে গণবণ্টন দফতর বা রেশন দফতরের যোগ। দাবি সূত্রের। গতকাল ভোলে ব্যোম চাল কলে সিবিআইয়ের তল্লাশি অভিযানে অংশ নেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার দুই আধিকারিক। সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর বোলপুরের ভোলে ব্যোম ও সিউড়ির একটি রাইস মিল থেকে রেশন দফতরে চাল যেত। এই সংক্রান্ত তথ্য মেলায় গতকাল অভিযানে যান এফসিআই আধিকারিকরা।