ওই নবান্ন কুটিতে ধান লাবণ্য কি খোলে....
নবান্নের গান/লোকগীতি
কথা ও সুর : প্রচলিত।
শিল্পী :-জয়দীপ ভট্টাচার্য্য।
তবলায় :-সুব্রত দাস।
Oi nabanna kutite dhan....
Nabanna gaan/folksong
Traditional song
Artist :-Jaydip Bhattacharyya.
Accompany :- Subrata Das.
-: গানের কথা:-
ওই নবান্ন কুটিতে ধান লাবণ্য কি খোলে,
ঢেঁকিতে পাড় দেয় রে কন্যা অঙ্গ হেলে দোলে।
ঢেঁ কুচ কুচ ঢেঁকিতে পা পড়ে
সুন্দরী চরণ ধইরা ঢেঁকি নাচের তরে।।
ঢেঁকি নাচে কন্যা নাচে নাচের তালে তালে--
ময়ূর নাচে কদম তলায় ( ও নাচে) কুসুম ডালে ডালে--
চরণে নূপুর কন্যার মধুর মধুর বোলে,
অঙ্গ হেলিয়া কন্যার লাবণ্য কি খোলে।।
ঢেঁ কুচ.....
নবান্ন রন্ধন করে কোন কৃষাণের নারী---
সোনা অঙ্গে পড়েছে সে টিয়া রঙের শাড়ি।
কাজল কেশে শাপলা ফুল দোলে খোঁপার কোলে--
নবান্ন রাঁধিতে কন্যার লাবণ্য কি খোলে।।
............
মুড়কীর লাগিয়া ভাজে উড়কী ধানের খই রে-----
সেই খই উড়াইয়া নিতে বাতাস আইল ঐ রে---
থামাল দিতে চায় না কন্যা চক্ষু দুটি তোলে।
ঘোমটা খসিয়া কন্যার লাবণ্য কি খোলে।।
..........
অঘ্রাণের নতুন ধানে আঘ্রাণ ছড়ায়,
সোহাগে কন্যার দেহ সৌরভে জড়াইয়া।
ভাত রান্ধে ডাল রান্ধে আর রান্ধে
বাটা মাছের ঝোল রে,
অন্নপূর্ণার অন্ন হাতে, লাবণ্য কি খোলে।।