Exclusive Interview Of Former Education State Minister Of Bangladesh,Great Politician Educationist Mr ANM Ehsanul Haque Milon.Interview Arranged By www.eurobdnewsonline.com Hosted By Shaifur Rahman Sagar.He Has Disclosed Many Kind Of Memorable Story Of His Passes Life And His Memory Of 5 Years While He Was State Minister Of Bangladesh Government From 2001 To 2006
সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত
আ. ন. ম. এহছানুল হক মিলন ১৯৫৭ সালের ১ জানুয়ারি কুমিল্লা শহরে জন্ম গ্রহন করেন। পিতা মরহুম ওবায়দুল হক ছিলেন একজন সরকারি কর্মকর্তা, মাতা মাহমুদা হক একজন সুগৃহিনী। ছয় ভাই চার বোনের মধ্যে তিনি ৩য় ছিলেন। তিনি ছেলেবেলা থেকেই মেধাবী, বুদ্ধিমান ও ক্রীড়ামোদী ছিলেন। শেরে বাংলা নগর কেন্দ্রীয় সরকারী বালক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ (বর্তমান সরকারী বিজ্ঞান কলেজ) থেকে উচ্চ মাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে লেখাপড়া শেষ করেন। ১৯৭৮-৭৯ সালে ফজলুল হক ছাত্র সংসদ নির্বাচনে জাসদ সমর্থিত ছাত্রলীগ থেকে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন।
পরবর্তীতে তিনি শহীদ জিয়ার আমন্ত্রনে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন এবং তাঁর হাতে গড়া জাতীয়তাবাদী ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সর্বকণিষ্ঠ সদস্য মনোনীত হন। তিনি ১৯৭৯-৮০ ও ১৯৮০-৮১ সালে পরপর দু’বার জাতীয়তাবাদী ছাত্রদল থেকে ফজলুল হক ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৮১ সালে ৩০ মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক মনোনীত হন। তিনি জাতীয় ভলিবল দলের খেলোয়াড় ছিলেন। ১৯৮২ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে আমেরিকা যান। সেখানে NewYork Institute of Technology থেকে গ.ই.অ. ডিগ্রী লাভ করার পাশাপাশি Brooklyn College I Borough Manhattan Community College এ অ্যাডজাস্ট লেকচারার ও Super Farm Pharmaceutical Industry তে ক্যামিষ্ট হিসাবে দায়িত্ব পালন করেন। গ্রাজুয়েশেন শেষে দীর্ঘদিন তিনি Cloverdale Incorporated এর Vice President পদে নিয়োজিত ছিলেন। পড়াশুনার পাশাপাশি তিনি বি.এন.পি. যুক্তরাষ্ট্র শাখা গঠন করেন এবং প্রথম আহ্বায়কের দায়িত্ব পালন করেন ও ১৯৯৬ সালের ৭ম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে মনোনীত করেন। পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ সময় তিনি মার্কিন নাগরিকত্ব পান।
১৯৯৬ সালে বিএনপি থেকে জাতীয় সংসদের আসন-২৬০, চাঁদপুর-১ কচুয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করেন। ২০০১ সালে ৮ম সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১-০৬ পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য লন্ডনের British European University & the UK Commission for Consistent Learning থেকে তাঁকে সন্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করা হয়। ব্যক্তিগত জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবীকে বিয়ে করেন এবং তানজিদা নাহার হক নামে এক কণ্যা সন্তানের জনক।