Exclusive Interview of veteran Film Director Chashi Nazrul Islam. He is Versatile Experienced Film Producer, Director. he Directed a lot of famous film in Bangladesh film industry. Some of those films he achieved national and international film award. He had started his career in 1961 as a actor. His film direction started by film "Ora 11 jon". That film has been a history in Bangladeshi Film Industry. From that time Chashi Nazrul Islam also has been popular Director of Bangladesh film. Till now he is directing film. More than 36 films he has directed in his life. He was also a freedom fighter in 1971 independent war of Bangladesh. Still he is trying to make good film on the story of Independent of Bangladesh. He has disclosed about his previous life story and present situation of Bangladesh film Industry also his Goal of future life in this video interview.
তিনি ১৯৪১ সালের ২৩শে অক্টোবর বিক্রমপুরের শ্রীনগর থানাধীন সমষপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
চাষী নজরুল ইসলাম ১৯৬১ সালে চলচ্চিত্রকার সৈয়দ মোহাম্মদ আওয়ালের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ করেন।
সে সময়ের খ্যাতিমান চলচ্চিত্রকার, অভিনেতা ফতেহ লোহানী এবং বরেণ্য সাংবাদিক, চলচ্চিত্রকার ওবায়েদুল হকের সহকারী পরিচালক হিসেবে তিনি চলচ্চিত্র পরিচালনার সঙ্গে যুক্ত হন।
তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। চাষী নজরুল ইসলাম মুক্তিযুদ্ধের চলচ্চিত্র 'ওরা ১১ জন' নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
তিনি চারবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন। চাষী নজরুল বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সবার অতি চেনামুখ। তিনি সর্বাধিক মুক্তিযুদ্ধ ও সাহিত্যভিত্তিক চলচ্চিত্রের নির্মাতা।
তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো যথাক্রমে মুক্তিযুদ্ধের ছবি সংগ্রাম, হাঙ্গর নদী গ্রেনেড, মেঘের পরে মেঘ। সাহিত্যনির্ভর চলচ্চিত্র দেবদাস, শুভ দা, চন্দ্রনাথ, রবিঠাকুরের সুভা, শাস্তি, বঙ্কিম চন্দ্রের বৃষবৃক্ষ উপন্যাস অবলম্বনে বিরহ ব্যথা, জীবনভিত্তিক চলচ্চিত্র শিল্পী, হাছন রাজা ও সামপ্রতিক সময়ে তিনি আবারও নির্মাণ করেন রঙিন 'দেবদাস' সহ প্রায় ৩৬টি ছবি।
এছাড়াও তিনি আমাদের জাতীয় তিন নেতাকে নিয়ে নির্মাণ করেছেন প্রামাণ্য চলচ্চিত্র শেরেবাংলা, মওলানা ভাসানী ও দেশ জাতি জিয়াউর রহমান